নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩জনকে আটক করেছে। আটককৃতদেরক নড়াগাতী থানায় হস্তান্তর করেছে। সোমবার (৫ মে) ভোরে উপজেলার কলাবাড়িয়া
চরকান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়ার জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ (৪০)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটারগান, ১৭টি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, চারটি চাপাতি, একটি বল্লম ও চারটি টেটা।
গংশ্লিষ্টসুত্রে জানাগেছে, কালিয়া সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কলাবাড়িয়া চরকান্দিপাড়ায় অভিযান রিচালনা করে। অভিযানেকালে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এসময় সেনাবাহিনী ৩জনকে আটক করে।
নড়াগাতী থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা একটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ তিনজন আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।