নড়াইলে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঢাল-সড়কিসহ ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিাবর (২৪ অক্টোবর) দুপুরে লোহাগড়া থানা পুলিশের কাছে
হস্তান্তর করেছে।
নড়াইল আর্মি ক্যাম্প সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৫টি ব্যারেলের তৈরি ঢাল, ৫টি বল্লম ও ৩ টি কোচ উদ্ধার করে। এসময় গ্রাম্য কোন্দলের জের ধরে মারামারির সাথে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের তবিবুর রহমানের ছেলে লাল চান (৩২), আকরাম মোল্যার ছেলে ওসমান মোল্যা (৪৪) ও আবু তালেব মোল্যার ছেলে সাদ্দাম মোল্যাকে (৩০) গ্রেফতার করে।
প্রসঙ্গতঃ গত ১৮ অক্টোবর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। আহতরা নড়াইল সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে।
একে/অননিউজ24