নড়াইলের চিত্রা ও নবগঙ্গা নদীর ৪০কিলোমিটার এলাকা জুড়ে কচুরিপানা পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে নড়াইল শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় শেখ রাসেল ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীরেিগর সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশানের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
ক্রিকেট তারকা ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার হাতে গড়া প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় চিত্রা ও নবগঙ্গা নদীর ৪০ কিলোমিটার জমে থাকা কচুরিপানা পরিষ্কারের মধ্যদিয়ে স্বাভাবিকভাবে নৌযান চলাচল, মানষের গোসল সহ প্রয়োজনীয় কর্মে সুবিধা ফিরে আসবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com