নড়াইলের তুলারামপুর বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি হযেছে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।

তুলারামপুর বাজারের ঔষুধ ব্যবসায়ী খায়রুল বাশার জানান সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহসিনের মুদি দোকানে বৈদ্যুতিক সর্টসাকিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের গাড়ি পৌছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

আগুনে মহসিনের মুদিখানার দোকান, প্রদীপ রায়ের ভেটেনারী ওষুধের দোকান, আক্তারুজ্জামানের ধান-পাটের গোডাউন ও নীতিষ চৌধুরীর চালের গোডাউন পুড়ে যায়। ক্ষতিগ্রস্থরা দাবি করেন তাদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তুলারামপুর বাজারের ব্যবসায়ী খুরশিদ আলম বলেন, ‘ নড়াইল শহর থেকে তুলারামপুরের দুরত্ম মাত্র ৭/৮ কিলোমিটার। কিন্তু ফোন দেয়ার অনেক দেরিতে ফায়ার সার্ভিসের গাড়ি আসার কারনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।’

তুলারামপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জিল্লুর রহমান বিশ্বাস বলেন, ‘ অগ্নিকান্ডে বাজারের ৪ ব্যবসায়ীর অপূরণীয় ক্ষতি হয়েছে। এসব ব্যবসায়ীদের পুর্নবাসনের মাননীয় সংসদ সদস্য, নড়াইল জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, ‘ সোমবার রাত ৯.৪০ মিনিটের সময় ৯৯৯ নম্বরে কল পেয়ে তুলারামপুর বাজারে ৯.৫৫ মিনিটে পৌঁছে যাই। ঘটনাস্থলে গিয়ে ধান-পাটের গুদামের আগুন নেভানো হয়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দ্রæত ছড়িয়ে পড়ে। যার কারনে ক্ষয়ক্ষতির পরিমান বেড়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২১ লক্ষ টাকা।’

আরো দেখুনঃ