নড়াইলের দুটি আসনে দলীয় ও স্বতন্ত্রসহ ২৪জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নড়াইল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ২৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে ১৫ জন ও নড়াইল২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-২ আসনে একজন নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ২৯ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোননয়নপত্র জমা দেন।
এর মধ্যে নড়াইল-১ (কালিয়া ও সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ মিল্টন মোল্যা, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আব্দুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলমের স্ত্রী মাহফুজা বেগম, ভাই আসজাদুর রহমান মিঠু, বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএম নাগিব হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, মোঃ সাকিব হাসান, এস,কে এম সাজ্জাদ হোসেন, গাজী খালিদ আশরাফ সাদী, গাজী মাহবুয়াউর রহমান, মোঃ উজ্জ্বল মোল্যা ও বিএনপি নেতা সুকেশ সাহা আনন্দ।

নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু, বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী এ জেডএম মোঃ ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আবদুল হান্নান সরদার, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নূর ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মোঃ সোয়েব আলী ও স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন।
জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম বলেন, ‘ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিকাল ৫টা পর্যন্ত দুটি আসনে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে নড়াইল-১ আসনে ১৫টি ও নড়াইল-২ আসনে ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।’