নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ও পাঁচগ্রাম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
পিরোলী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যা ও পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামানকে শপথ বাক্য পাঠ করান নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়া সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ২৪জন সদস্যকে শপথবাক্য পাঠ করান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। শপথ অনুষ্ঠানে কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত ২ নভেম্বর তারিখে পিরোলী ও পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীক ছাড়া উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।#