নড়াইলের নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়
নড়াইল প্রতিনিধি ।।
নড়াইলের নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সাথে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিত হন নবাগত জেলা প্রশাসক। এরপর মত বিনিময়কালে নড়াইল জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যমকর্মীরা তাদের বক্তব্যে সম্ভাবনাময় নড়াইল জেলাকে এগিয়ে নিতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এছাড়া উন্নয়নের প্রতিবন্ধকতা নড়াইলের বিভিন্ন দপ্তরের অনিয়ম দুর্নীতির কথাও তুলে ধরা হয়। গণমাধ্যমকর্মীরা নড়াইল পৌরসভার জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের বেহালদশা, চিত্রা নদীর অবৈধ দখল ভূমিদস্যুদের হাত থেকে নিরীহ মানুষকে রক্ষা সহ বিবিধ তথ্য-উপাত্ত তুলে ধরেন।
গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, কার্ত্তিক দাস, আজিজুল ইসলাম, খাইয়রুল আরেফিন রানা সহ অনেকে বক্তব্য তুলে ধরেন।
নবাগত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে নড়াইলের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে বিভিন্ন অফিসের অনিয়ম ও দুর্নীতি রোধে সকলের সহযোগিতা কামনা করেন।
মত বিনিময় সভায় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ শারমিন আক্তার জাহান গত ১২ সেপ্টেম্বর নড়াইলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। নড়াইলে যোগদানের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারে ২৫তম ব্যাচের সদস্য শারমিন আক্তার জাহান সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০০৬ সালের ২১ আগষ্ট যোগদান করেন। চাকুরী জীবনে বিভিন্ন সময়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ ও টাঙ্গাইলে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে টাঙ্গাইল ও নারায়নগঞ্জে কর্মরত ছিলেন। শারমিন আক্তার জাহান উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের আইন, নীতি, কৌশল ও উন্নয়ন প্রকল্প মাঠ পর্যায়ে প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার উপ-পরিচালক হিসেবে ঢাকায় ছিলেন।