নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কলেজ গেটের ভিত্তিপ্রস্তর ও বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়। শনিবার (৯ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের হলরুম আয়োজিত সুধী সমাবেশে গভনিংবডির সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীরপ্রতীক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ পরেশ চন্দ্র হাজরা, শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক আলমগীর হোসেন, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, নজরুল ইসলাম, নাজনীন আকবার, ইমরানুল হক মিশা, শিক্ষার্থী আলী আকবারী মালিহা, আশিকুর রহমান, প্রজ্ঞা বিশ^াসসহ অনেকে।
বক্তারা, শিক্ষার মান উন্নয়নে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান। যাতে করে কলেজটিতে শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করতে পারে। এছাড়া কলেজটি ডিগ্রি পর্যায়ে পাঠদান শুরুর ব্যাপারে আলোচনা করেন বক্তারা।
সমাবেশ শেষে কলেজের প্রবেশদ্বারে গেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীরপ্রতীক। পরে তিনি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ই/অননিউজ ২৪