নড়াইলের বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাসুদ রানা নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাসুদ রানা শেখকে (৫০) হাতুড়ি পেটা ও কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে সোমবার রাতে তাকে হাতুড়ি পেটা ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।নিহত মাসুদ শেখ শুক্ত গ্রামের মৃত সবোর শেখের ছেলে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাতে শুক্তগ্রামে হা-ডু-ডু খেলার মাঠে মোবাইল কেনাবেচা নিয়ে নিজেদের মধ্যে তর্কবিতর্ক হয়। ওই সময় স্থানীয় মুরব্বিরা বিষয়টি মিমাংসা করে দেয়ার আশ্বাস দেন। সন্ধ্যার পরে মাসুদ শুক্তগ্রাম বাজার থেকে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, তার বড় ভাই মাসুদ রানা মাদক বেচাকেনায় বাঁধা দেয়ায় শুক্তগ্রামের সুজন খানের (১৮) নেতৃত্বে মাসুদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ হামলায় ওয়াকিল, হুমায়ুন, মান্দার, জসিম, আকবার, হাফিজুরসহ অনেকে জড়িত বলে অভিযোগ করেন। মাসুদের মাথায় কোপসহ বুক, হাত ও পায়ে আঘাতের চিহৃ রয়েছে।

এ বিষয়ে কালিয়া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মোবাইল ক্রয়-বিক্রয় নিয়ে সৃষ্ট বিরোধে মাসুদ রানা শেখকে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। এব্যাপারে পুলিশ তদন্তকাজ অব্যাহত রেখেছে। ঘটনায়র সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে। নিহতের ময়নাতদন্ত মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

মাসুদ শেখ হত্যার ঘটনায় কালিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ ডালিম ও সদস্য সচিব উৎপল শিকদার শোক প্রকাশ করেছেন। মাসুদ শেখকে হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওয়াতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

এদিকে নড়াইলের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।

আরো দেখুনঃ