নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামে মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) মল্লিকপুর গ্রামের পরিমল বিশ^াসের বাড়িতে বার্ষিক এই মহা উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসীম পাল। এছাড়া দলপতি সাধুগুরু গোসাই, বিধান বিশ^াস, গৌড় শীল, কুমারেশ রায়, বিপুল পাল,হৃদয় মোহন্ত, মিলন মোহন্ত, গোবিন্দ বিশ^াস, ষষ্ঠী রানী মন্ডল, কার্ত্তিক মোহন্ত সহ বিভিন্ন এলাকা থেকে আগত মতুয়া দলপতিসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাগেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় অধিবাসের মধ্যদিয়ে মতুয়া মহাউৎসবের কার্যক্রম শুরু হয়। নানা ধর্মীয় কার্যাদি ও আলোচনা সভা শেষে শুক্রবার বিকেলে শেষ হয়। আগতদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
একে/অননিউজ24