নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসীম মোল্যা (৩৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
সোমবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মাইজপাড়া বাসস্টান্ডে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জসিম মোল্যা ওই ইউনিয়নের তারশি গ্রামের গোলাম মোল্যার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। জসিম মোল্যা দীর্ঘদিন যাবৎ প্রবাসে কাটিয়েছেন। দেশে আসার কয়েক মাস পর তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিতত হন।
সোমবার বাদ আসর মাইজপাড়া ডিগ্রী কলেজ মাঠে প্রথম জানাযা এবং এশার নামাযের পর তারাশি পূর্ব পাড়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার নামাযে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এফআর/অননিউজ