নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া দীননাথ পাড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে মেহেদী সরদার (২১) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর)
সন্ধ্যায় তার মৃত্যু হয়।
একই পাড়ার বাসিন্দা মহিদুল ইসলাম জানান, লাহুড়িয়া দীননাথ পাড়ার আবুবক্কার সরদারের ছেলে মেহেদী সরদার সারাদিন অটোভ্যান চালানো শেষে সন্ধ্যায় বাড়িতে
ফিরে আসে। এরপর সে ভ্যানটি চার্জে দিতে গেলে অসাবধানতাবঃশত বিদ্যুৎ্ধসঢ়;পৃষ্ট হয়। এক পর্যায়ে মেহেদী পড়ে গেলে শব্দে বাড়ির লোকজন টের পায়।
পরিবারের সদস্যরা দ্রæত তার কাছে গিয়ে জীবিত অবস্থায় দেখতে পায়। তাকে লাহুড়িয়া বাজারের একজন পল্লী চিকিৎসকের নিকট নিয়ে যান।
পল্লী চিকিৎসক ওবায়দুর রহমান জানান, চেম্বারে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
মেহেদীর স্ত্রী ও দেড় বছরের একটি কন্যা সন্তান, পিতা-মাতা সহ অসংক্য আত্মীয় স্বজন রয়েছে। দরিদ্র মেহেদী সরদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে
এসেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন,‘ অটোভ্যান চালক মেহেদী সরদারের মৃত্যুর ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা
হয়েছে।’
একে/অননিউজ24