নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় জনি শেখ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১ টার দিকে লোহাগড়া-মহাজন সড়কের রাজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি শেখ উপজেলার কোলা গ্রামের মিজানুর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি শেখ মোটরসাইকেল যোগে বাড়ী লোহাগড়া উপজেলার দিকে যাচ্ছিল। রাজুপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
এফআর/অননিউজ