নড়াইলের লোহাগড়ায় দুদিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুদিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ওয়াজ মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদের
আয়োজনে স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমদিন দিনব্যাপী কুরআন তেলাওয়াত, আযান, হামদ-নাত, গজল সহ ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন ওয়াজ মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ইসলামী জীবন বিধানের ওপর
আলোচনা করেন।

বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, বিশেষ অতিথি লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান,যমুনা গ্রুপের পরিচালক এবিএম ছামছুল হাসান হিরু, নড়াইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কিশোর রায় সহ অনেকে।

বক্তারা বলেন, উত্তম চরিত্র গঠনের জন্য ধর্মীয় রীতিনীতি মেনে চলা একান্তভাবে প্রয়োজন। যার যার ধর্ম সঠিকভাবে পালন করলে দেশে অন্যায়,দুর্নীতি তথা অপরাধ থাকবে না। মানুষের বিবেক জাগ্রত থাকলে কেউ খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না। ভালো চিন্তা ভাবনা মানুষকে একজন জ্ঞানী ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে। তাই আমাদের সকলের নিজ নিজ ধর্ম মেনে চললে ইহকাল ও পরকালে শান্তি মিলবে।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরো দেখুনঃ