নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল ও লাহুড়িয়া ইউনিয়নের হেচলাগাতি গ্রামের ২হাজার স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়। প্রত্যেককে দুই কেজি করে আটা ও সায়াবিন তেল, এক কেজি চিনি, সরিষার তেল, ডিটারজেন্ট পাউডার ও সুগন্ধি সাবান দেয়া হয়েছে।
মাকড়াইল কে.কে.এস ইন্সটিটিউট চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি পলাশ মোল্যার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান লিটন। বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রকিব উদ্দিন নয়ন, নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা ইসমত আরা, ফাউন্ডেশনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী কে এম ফজলুল হক, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শেখ, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সাংঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ন্যায্যমূল্য সহায়তা প্রকল্পের পরিচালক শাহীন মৃধা, ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি বিলকিস নাহার বকুল, ফাউন্ডেশনের নড়াইল জেলা শাখার অর্থ সম্পাদক মেহেদী হাসান সহ অনেকে।
ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি পলাশ মোল্যা জানান, স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রকল্পের উদ্বোধন করা হলো। দ্রব্যমুুল্যের উর্দ্ধগতির এই বাজারে স্বল্প আয়ের মানুষেরা এই প্রকল্পের মাধ্যমে ন্যায্যমুল্যে খাদ্য সহায়তার সুবিধা পাবেন। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন ইউনিয়নে এই প্রকল্প চালু করা হবে।
এফআর/অননিউজ