নড়াইল প্রতিনিধি
‘স্বেচ্ছায় করি রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এ শ্লোগানকে ধারণ করে নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগষ্ট) লোহাগড়া উপজেলার চরবকজুড়ি মধুমতি সন্ধ্যাবাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। যুব শক্তি ব্লাড ব্যাংকের উদ্যোগে ইতনা ব্লাড ডোনেট ক্লাবের সহযোগিতায় সারাদিন ২১০ জনের ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়।
এসময় রক্তদানে উৎসাহিত করতে সচেতনতামূলক আলোচনা সভায় ইতনা ব্লাড ডোনেট ক্লাবের নির্বাহী পরিচালক ও সিনিয়র এডমিন সৈয়দ শাহরিয়ার হাসান সৌরভের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি লোহাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, বিশেষ অতিথি ইতনা ব্লাড ডোনেট ক্লাবের সিনিয়র এডমিন মোঃ সুলতান, যুব শক্তি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাকিবুল ইসলাম মোল্যা, মানবিক মোঃ কামাল মোল্যা প্রমুখ।
ব্লাড গ্রুপিং নির্ণয় শেষে ইতনা ব্লাড ডোনেট ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।