নড়াইলের লোহাগড়া উপজেলার সোনাদাহ-পাঁচুড়িয়াা গ্রামে বজ্রপাতে মজিবর রহমান শেখ (৪৮) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় যুবক উজ্জ্বল চৌধুরী ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সোনাদাহ-পাঁচুড়িয়া গ্রামের আত্তাব শেখের ছেলে মজিবর রহমান সহ ৩জন স্থানীয় মাঠে পাটের বীজ বপনের কাজে নিয়োজিত ছিলেন। বিকাল ৪টার পরে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে
মজিবর রহমান গুরুতরভাবে অসুস্থ্য হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মারিয়াম বানু বলেন‘ মজিবর রহমান নামে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। ইসিজি করে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।’ লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন, ‘ সোনাদাহ-পাঁচুড়িয়ায় মজিবর রহমান নামে একজন বজ্রপাতে মারা গেছেন। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
শান্ত/অননিউজ