নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শপাড়ায় ‘রাহাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ভাবে মাদরাসাটির উদ্বোধন ঘোষণা করেন-আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্ত্তজা খান।
হাফেজ মাওলানা এহছানুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-লক্ষীপাশা বাজার বণিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন, লোহাগড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, মাওলানা হাদিউজ্জামান, পল্লী চিকিৎসক আলী আজম, হাফেজ শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের, আসলাম শরীফ, লুৎফর রহমান, মুফতি আব্দুল্লাহ, জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল শেখ, পিকুল আহমেদ, শাহিন মাহমুদ, শেখ মুরাদসহ অনেকে।
রাহাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় কিন্ডার গার্টেন, কিতাব ও জামাত বিভাগসহ (মাদানী নেসাব) সন্ধ্যাকালীন সময়ে যুবক ও বয়স্কদের জন্য সহীহ ভাবে কোরআন এবং হাদিস শিক্ষা দেয়া হবে।
এফআর/অননিউজ