নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ায় স্কুলভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রোববার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চারটি গ্রুপে লোহাগড়া উপজেলা পর্যায়ের মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, বিশেষ অতিথি লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, ক্রীড়া সংগঠক দিলীপ চক্রবর্তীসহ অনেকে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ