পূর্ব শত্রæতার জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার চর-দিঘলিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মোঃ ওলিয়ার মোল্যা (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন ।
শনিবার সকাল ৮টার দিকে ওই কৃষকের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার মোল্যা ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী আছমা বেগম জানান, তার স্বামী মোঃ ওলিয়ার রহমান মোল্যা শনিবার সকালে নিজ বাড়ি থেকে ফসলের মাঠে কাজ করার উদ্দেশ্য যাচ্ছিলেন। যাবার পথে বাড়ির পাশে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের ২০/২৩ জনের একটি গ্রæপ তার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের একজন চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এফআর/অননিউজ