নড়াইল সদর উপজেলার শোলপুর এলাকায় আড়াই কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মঙ্গলবার বিকালে খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার-কৃষিবিদ ডক্টর নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর আলোচনা করেন।
বন্দনা রানীর সঞ্চালনায় ও শোলপুর কানা খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির সভাপতি খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস,সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, সাবেক অধ্যক্ষ মোঃ রওশন আলী প্রমুখ।
বক্তারা, বলেন, আড়াই কিলোমিটার কানা খালটি খননের মাধ্যমে কৃষকরা কৃষিকাজে সেচের সুবিধার পাশাপাশি নৌকা নিয়ে খাল দিয়ে চলাচল করতে পারবে। এছাড়া এলাকায় দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বেড়ে যাবে।