নড়াইল প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কর্মকান্ড শক্তিশালী করার লক্ষ্যে নড়াইল সদর উপজেলার ২নং হবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) বিকেলে হবখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
হবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে হবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম উজ্জ্বল, প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস.এম পলাশ, বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও হবখালী ইউপি চেয়ারম্যান মোঃ টিপু সুলতান, হবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বাদশা মোল্যা, সাধারণ সম্পাদক মোদাচ্ছের বিশ^াস, হবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম চঞ্চল, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রিয়াজ মাহমুদ মিশাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান নান্নু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ কবির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছে। এসব উন্নয়ন সম্পর্কে তৃণমুল পর্যায়ের জনগনকে জানাতে হবে। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে হবে। আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় আনতে এখন থেকে জোরালোভাবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।
সভায় হবখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।