নড়াইলে শ্যামা পূজার উৎসবে অতিরিক্ত মদপানে বিমানেশ অধিখারী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিমানেশ সদর উপজেল মুলিয়া ইউনিয়নের শালিয়ারভিটা গ্রামের দিলীপ অধিকারীর ছেলে। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক। সোমবার (৪ নভেম্বর) দুপুরে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামা পূজার উৎসবকে ঘিরে গত ২ নভেম্বর রাতে বিমানেশসহ কয়েকজন মিলে মদ পান করেন। একদিন পর রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিমানেশ অসুস্থ পড়ে। পরে তাকে পরিবারের সদস্যরা নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। ভর্তির খন্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
প্রতিবেশি জনি জানান, মৃত বিমানেশের স্ত্রী ও ৮ বছরের একটি ছেলে রয়েছে। তার পিতা দিলীপ অধিকারী দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মুলিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, বিমানেশ মুলিয়া বাজারের একজন মোবাইল মেকানিক ও ব্যবসায়ী। তার অকাল মৃত্যুতে ব্যবসায়ীরা শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুলিয়া বাজারের সকল দোকানপাট সোমবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
একে/অননিউজ24