নড়াইলে অপারেশন থিয়েটারে রোগীর সাথে নার্সের টিকটক ভিডিও! সমালোচনার ঝড়
নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলা শহরে প্রত্যাশা ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীকে অপারেশনের মুহুর্তে প্রিয়া নামে এক নার্সের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন ভিডিও নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। অনেকেই বিকৃত নামসিকতা সম্পন্ন ওই নার্সের শাস্তি দাবি করেছেন। অবশ্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ ঘটনায় নড়েচড়ে বসেছেন।
জানাগেছে, লোহাগড়া উপজেলা শহরের জয়পুর লাহুড়িয়া সড়কের পাশে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সাথে করা টিকটক ভিডিও বুধবার (২৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে তাৎক্ষণিকভাবে নানা আলোচনা সমালোচনা শুরু হয়।
খোঁজখবর নিয়ে জানা গেছে, প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে মধ্যে দাড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে “টিকটক” করে টিকটকে আপলোড করেছেন, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বর্হিভুত। ক্লিনিক সুত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের মোসাব শেখের মেয়ে নার্স প্রিয়া নবম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছেন। নার্স হওয়ার যোগ্যাত না থাকলেও ক্লিনিক মালিক তার স্বার্থে প্রিয়াকে নার্স হিসেবে কাজ করার সুযোগ করে দেয়।
ফেসবুকে আপলোড করা ওই ভিডিও দেখে মিনারুল ইসলাম সজল নামে একজন মন্তব্য করেন, ‘প্রথমত তাকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ঃ তাকে অন্যের শরীর (ইজ্জত) মা-বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত তাকে সহ ওই নার্সিং হোমের মালিকের আইনের আওতায় এনে বিচার করতে হবে।’
আব্দুর রহমান নামে এক ব্যক্তি ফেসবুকে ভাইরাল হওয়া টিকটক ভিডিওর মন্তব্যের ঘরে লিখেছেন, ‘একটা মহিলাকে সিজার করছে। প্রসূতি মা আছে অজ্ঞান অবস্থায়, আর তার সিলাই পেট এই ভাবে ভিডিও করে ছাড়তেছে, ঐ বেয়াদবের নামে মামলা করেন।’
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান। অন্যদিকে প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিম ভুল স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দিতে বলেন।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘অপারেশন থিয়েটার কোন কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। বিষয়টি নিয়ে আমি আইনগত পদক্ষেপ নি
আই/অননিউজ২৪।।