বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম, সুলতানের ৯৮তম জন্ম জয়ন্তী স্মরণে আগাম ৭থেকে ২০ জানুয়ারী নড়াইলে “সুলতান মেলা অনুষ্ঠিত হবে। এসএম সুলতান
ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে এ মেলার আয়োজন করা হবে।
মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে এসএম সুলতান ফাউন্ডেশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের
সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ফখরুল হাসান, সিভিল সার্জন নাছিমা আক্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল
পৌর মেয়র আঞ্জুমান আরাসহ এস,এম, সুলতান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।