নড়াইলের লোহাগড়াউপজেলায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।শনিবার বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা ও কামারগ্রাম নিয়ে গঠিত দু'টি গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের পাশাপাশি দুই গ্রাম সরুশুনা ও কামারগ্রাম এর লোকজন দীর্মঘদিন ধরে দুটি গ্রুপে বিভক্ত। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে উভয়পক্ষ একাধিকবার সংঘর্ষেলিপ্ত হয়েছে। এর জেরে শনিবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে দুইগ্রামের লোকজনের সমন্বয়ে সৃষ্ট দুটি গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাদের খুলনা নেয়া হয়। এছাড়া আহতদের মধ্যে কয়েকজন জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় উভয়পক্ষের ৮ জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্তিতি স্বাভাবিক রয়েছে।
jn