নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান, নড়াইল কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শামীম আহম্মেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও এনজিও প্রতিনিধি, সাংবাদিক, অভিবাসীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।