নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
নড়াইল প্রতিনিধি।।
‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল ১০টায় নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুনের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ বিদেশ গমনেচ্ছু ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ