নড়াইল প্রতিনিধি।।
“ ইন্টারনেটে তথ্য পেলে, জনগনের শান্তি মেলে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় তথ্য অধিকার আইন সহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহীম আল মামুন, বীরমুক্তিযোদ্ধা এস এ বাকী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু সহ অনেকে।
বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। ইন্টারনেট সারা বিশ্বকে সকলের হাতের মুঠোয় এনে দিয়েছে। আমরা এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের খবর জানতে এবং দেখতে পারি। । সেবাগ্রহীতারা বিভিন্ন অফিস থেকে নিয়ম মাফিক তথ্য পেতে পারেন। সরকারি/ বে-সরকারি প্রতিষ্ঠান ডিজিটাল হওয়ার ফলে স্বাস্থ্য /শিক্ষা/ ব্যাংকিং সেবা, জমি জমা সংক্রান্ত তথ্য ও সেবাসহ বিভিন্ন তথ্য ও সেবা আমরা খুব সহজেই নিতে পারি।
এফআর/অননিউজ