নড়াইলে আবারও হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে আবারও হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কলেজ ছাত্র হত্যা মামলার এজাহার নামীয় আসামী ছাব্বির
শেখকে(২৫) তার স্বজনরা ছিনিয়ে নিয়ে যায়। দু’সপ্তাহ আগেও একইভাবে আরো একজন আসামীকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেয় স্বজনা।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বির শেখকে
গ্রেফতার করে। এরপর তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায়
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার অভিযোগে ৮জনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী
আদালতে এজাহার দায়ের করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রুজু করেন।

আরো দেখুনঃ