আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নড়াইল জেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রæয়ারী) দুপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে বিএনপি জেলা কার্যালয়ে
এ সভা অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নড়াইল জেলা শাখার সভাপতি নাট্যভিনেতা মো: তানভীর রহমান তনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি সদর থানা বিএনপির
সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,সদর পৌর বিএনপি সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌরসভার চেয়ারম্যান খান কবীর হোসেন, সহসভাপতি সৈয়দ খোরশেদ তৌহিদ কোয়েল, আরমান হোসেন, সাধারণ সম্পাদক ডলার মাহমুদ ইবনে মনির,প্রচার সম্পাদক আল আমিন প্রমুখ।
সভায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নড়াইল জেলা শাখার সকল সদস্যদের পরিচিতি ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারী আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহির স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।