প্রতিপক্ষের হামলায় আহত নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক চন্দ্রপুর গ্রামের শাফায়েত হোসেনের (৪২) পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক কালিয়া উপজেলার পিরোলী গ্রামের সন্তান শেখ জহিরুল ইসলাম।
প্রবাসী জহিরুলের পক্ষ থেকে গতকাল বেলা ১১টার দিকে আহত বিএনপি নেতার বড় ভাই লায়েক হোসেনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
এছাড়া জেলা বিএনপির পক্ষ থেকেও ২৫ হাজার টাকা সহযোগিতা করা হয় আহত বিএনপি নেতা শাফায়েত হোসেনকে।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপদেষ্টা সৈয়দ ফারুক আশিক, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আরিফ হাসানসহ অনেকে।
শাফায়েত হোসেন জানান, প্রায় দুই মাস আগে পুরুলিয়া এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের হামলার শিকার হন তিনি। এ ঘটনায় তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দু’টি পা অকেজো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলামের সহযোগিতা পেয়ে ভীষণ খুশি আহত বিএনপি নেতা শাফায়েত হোসেন। এই দুঃসময়ে পাশে দাড়ানোর জন্য জহিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আহত বিএনপি নেতা সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ। আগামীতে দলের সাংগঠিক কর্মকান্ডে গতিশীলতা ও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত নেতৃবৃন্দ মন্তব্য করেন।
উল্লেখ্য যে, শেখ জহিরুল ইসলাম করোনাকালীন সময় এবং ঈদুল ফিতর, ঈদুল আযহা সহ বিভিন্ন সময়ে এলাকার অসহায় ও দুঃস্থ্য মানুষের পাশে দাড়িয়ে থাকেন।