নড়াইলে ইমাম সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি,

নড়াইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারপূর্ব সামাজিক সমস্যা নিরসণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী। জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন সিকদার, ইসলামী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আকবর হোসাইন, নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ তাজুল ইসলাম,ডভোকেট মুন্সী শাহীনউল্লাহ মোহন, মোহাদ্দেস সানাউল্লাহ, মাওলানা বেলাল হোসাইন। উপস্থিত ছিলেন শাহাবাদ মাজিদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, বরাশুলা শিশুসদন ক্যাডেট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দীন,শাহাবাদ মাজীদিয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা হাসমত আলী,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম,
বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো দেখুনঃ