নড়াইলে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিকুল ইসলাম (৩০) ও মো. আবুল হাসান (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ।
সোমবার (২৪ জুন) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা গ্রামের মুস্তাইন শেখের ছেলে ও আবুল হাসান একই গ্রামের মো. বরকত শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই শিশির কুমার ও এএসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চরল্লাহাটি গ্রামের জনৈক রমজান শেখের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে রফিকুল ইসলাম ও আবুল হাসানকে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের নিকট থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন,এ সংক্রান্ত নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24