নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে র্যালি, আলোজনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় ইসলামি ফাউন্ডেশন নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান।
পরে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষক ও আলেম ওলামাগণ অংশগ্রহণ করেন।