নড়াইলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের মাছিমদিয়া পালকি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এসএম নাছিরুদ্দীন, ইসলামী আন্দোলন জেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওঃ তাজুল ইসলাম, নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান, মাওঃ আব্দুল্লাহ, মুফতি বাকী বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওঃ খবির আহম্মেদ, মাওঃ শামসুল হক জিহাদী, মাওঃ আব্দুল হান্নান, মোঃ আব্বাস আলী, মাওঃ নেওয়াজ মোর্শেদ, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, আলেম ওলামা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।