নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নড়াইল প্রতিনিধি।।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র
আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে ও মোঃ হাসিব মাহমুদের সঞ্চালনায় সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখা সভাপতি মাওলানা মুহাঃ খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ডাঃ নাসির উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম,জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মুফতি কামরুল ইসলাম আনসারী, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি সৈয়দ ওমর ফারুক, ইসলামী আন্দোলন কালিয়া উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ মোঃ খবির উদ্দিন, ইসলামী আন্দোলন নড়াগাতী থানা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলন লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারী মোঃ হাফিজুর রহমান খান, ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোঃ তাজবীর, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশকে উন্নত জাতি হিসেবে গঠন করতে হলে নিশ্চয়ই শিক্ষা খাতে আমূল পরিবর্তন করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য বৈষম্যহীন ছাত্র আন্দোলনেরও একই উদ্দেশ্য। দেশের জনগণ সর্বাবস্থায় একই সুবিধা ভোগ করবে। আমরা যদি শিক্ষিত জাতি গঠন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই তাহলে শহীদি সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে নিজেকে সোনার মানুষে রূপান্তর করতে হবে এবং ইসলামী বীজ বপন করে কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করতে হবে। সন্ত্রাসী
ছাত্রসংগঠনগুলিকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়।

একই সাথে গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা, সহযোগী সংগঠন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নড়াইল জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ