“ বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে “কন্যা শিশু দিবস” পালিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদরের উপ-পরিচালক মৌসুমী মজুমদারের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্যের উপর বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা প্রমুখ।
সভায় বক্তারা. বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি মেয়েরা যাতে বাল্য বিবাহে রাজি না হয় সে ব্যাপারেও তাদের সচেতন হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, মহিলা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।