নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের একটি পাটক্ষেত সংলগ্ন বাগান থেকে শয়ন শেখ (১৩) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মৃতদেটি উদ্ধার করে। শয়ন নিধিখোলা গ্রামের নাজমুল শেখের ছেলে। দারিদ্রতার কারনে শয়ন ঘোড়ার গাড়ি ও ভ্যান চালাতো। স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয় শাওন। রাত ১০টা পর্যন্ত বাড়ির কাছে একটি চায়ের দোকানে শাওনকে দেখা যায়। ১০টার বাড়ির দিকে রওনা দিলেও শাওন আর ঘওে ফেরেনি। এদিকে শাওন রাতে বাড়িতে না ফেরায় এলাকায় খোঁজাখূজি করেও তার সন্ধান মেলেনি। বৃহস্প্রতিবার ভোরে নিধিখোলা গ্রামের কৃষক আব্দুল্লাহ মাঠে যাবার সময় স্থানীয় বিলে পাটক্ষেত সংলগ্ন একটি বাগানে কেটে রাখা পাটের ওপর তার মৃতদেহ দেখতে পায়।
বিষয়টি তার পরিবার ও গ্রামের লোকজনকে জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি চন্ডিবরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর মোস্তফা কামাল জানান, নিহত শয়নের গলায় কালোদাগ রয়েছে। রশি জাতীয় কিছু দিয়ে তার গলায় পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া বুকের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। অত্যান্ত দরিদ্র পরিবারের সন্তান শয়ন পড়াশোনা করতে পারেনি।
কখনো ঘেড়ার গাড়ি আবার কখনো ইঞ্জিন চালিত ভ্যান চালিয়ে সংসারের হাল ধরেছিলো। পুলিশ সুপার সাদিরা খাতুনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমান ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এসকেডি/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com