নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক ১০হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৬ হাজার কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি উফশী জাতের আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৩ হাজার ৬শ’ জন কৃষকের মাঝে জনপ্রতি ২কেজি হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
সোমবার সকালে সদর উপজেলা চত্বরে চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়। সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান সহ অনেকে।
এফআর/অননিউজ