নড়াইলের কালিয়া উপজেলারি ছোট কালিয়অ গ্রামে বসত বাড়ির আঙ্গিনা থেকে দুটি গাঁজার গাছসহ আটক বাসুদেব বর্মনকে (৪৫) ভ্রাম্যমাণ আদালত ১বছর ৪মাসের কারাদণ্ড, ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এ দণ্ডাদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল সোমবার দুপুরে উপজেলার ছোটকালিয়া গ্রামের সন্তোষ বর্মনের ছেলে বাসুদেব বর্মনের বাড়িতে অভিযান চালায়। এসময় বাসুদেব বর্মনের বসত বাড়ির আঙিনায় ২টি গাঁজার জব্দ করা হয়। এর মধ্যে একটি গাছ কর্তন করা এবং আরেকটি গাছ জীবিত। গাছ দুটির উচ্চতা প্রায় ১২ফুট এবং ওজন ৮ কেজি।
তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস অভিযুক্তকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। জেল-জরিমানার পর বাসুদেবকে কারাগারে পাঠানো হয়েছে।#
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com