নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকালে সদর উপজেলা পরিষদে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে গ্রাম আদালত কার্যকমে গ্রাম পুলিশদের দায়িত্ব কর্তব্য ও কর্তব্য এবং করণীয় বিষয়ে আলোচনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, গ্রাম আদালত কার্যক্রমের নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী মোঃ ওমর ফারুক প্রমুখ।
বক্তারা, গ্রাম আদালত কার্যক্রমে আরো গতিশীলতা আনতে গ্রাম পুলিশদের সহযোগিতা কামনা করেন।