নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে চারদিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষেনড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এস.এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে ছবি এঁকে সুলতান উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর অতিথিবৃন্দ শিশু সহ দেশ-বিদেশী শিল্পীতের আঁকা ছবি নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ অনাদী বৈরাগী সহ অনেকে।
চারদিনব্যাপী সুলতান উৎসবের অনুষ্ঠানের মধ্যে রয়েছে দেশের বিভিন্ন এলাকার শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, মিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা. আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুলতান উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় একশ স্টলে হস্তশিল্প, কুঠির শিল্প, মনোহারী সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে। আয়োজক কমিটি সদস্য আসাদ রহমান জানান, এ উৎসবকে ঘিরে সুলতান ভক্ত সহ নানা বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হবে ।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com