২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের উপস্থিতিতে তাঁদের স্মৃতি ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে নড়াইলে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেঃ কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম,জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্ছু, সেক্রেটারী জেনারেল মোঃ ওবায়দুল্লাহ কায়সার প্রমুখ।
অনুষ্ঠানে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং প্রত্যেককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া উপস্থিত আহত ও তাদের স্বজনেরা জুলাই-আগস্টে তাদের ওপর ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন।
আলোচনা সভা শেষে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা সহ দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
একে/অননিউজ24