নড়াইলে ছাত্র-জনতার মিছিলে হামলা মামলায় বর্তমান ও সাবেক ৩ ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪
নড়াইল প্রতিনিধি

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলা
মামলায় বর্তমান ও সাবেক ৩ ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছে
পুলিশ।
শুক্রবার (৯ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর
আগে বৃহস্পতিবার (৮ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে
তাদেরকে গ্রেফতার করে সদর থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও
আউড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম পলাশ, আউড়িয়া ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান পলাশ মোল্যা, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র
সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী ও শেখহাটি ইউপির
সাবেক সদস্য রুহুল আমিন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট নড়াইল সদরের মালিবাগ
এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই
মিছিলে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে ১০ সেপ্টেম্বর
সদর থানায় মামলা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও
বর্তমান সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ।
ওই মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য
মাশরাফী বিন মোর্ত্তজা, তার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন সহ ৯০ জনের
নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,
‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা মামলায় এজাহারনামীয় ৪ আসামিকে
অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের
আদালতে সোপর্দ করা হয়েছে।’
মজ/অননিউজ২৪