নড়াইলে ছুরিকাঘাতে বাসের সুপারভাইজার নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইল শহরের নতুন বাসটার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা (৪৫) নামে
বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।শনিবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর
উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামের মৃত শামসুর রহমান মুন্সীর ছেলে। 
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনাল এলাকায়
ছুরিকাঘাতে আহত হয়ে পড়ে ছিলেন মুসা নামে ওই ব্যক্তি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল
সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা শুরু হয়।  এর কিছুক্ষণ পরে জরুরী
বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে কি ঘটনার জেরে তাকে
ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফ হুসাইন আহম্মেদ ফেরদৌস বলেন,
সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত ওই ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় জরুরীভাবে নিয়ে আসা হয়।
চিকিৎসা সেবা দিয়ে তাকে হাসপাতালের বেডে পাঠানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাত এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান, খবর শোনার
পর পুলিশ নড়াইল সদর হাসপাতালে ছুটে যান। সেখানে নিহতের সুরতহাল সুরোতহাল রিপোর্ট করা
হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সাথে জড়িতদের
গ্রেফতারে জোর ত]পরতা চালানো হচ্ছে।
জানাগেছে, মুসারেফ প্রায় এক বছর যাবৎ বাসের সুপারভাইজার হিসেবে কাজ করছে। বর্তমানে
তিনি নড়াইল-ঢাকা রুটের নড়াইল এক্সপ্রেস গাড়িতে সুপার ভাইজার হিসেবে কাজ করতো। এর
আগে তিনি দীর্ঘদিন ধরে প্রাইভেট কার ও মাইক্রোবাস চালাতেন। তিনি নড়াইল জেলা বাস-
মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃনং-১২৯৫) একজন সদস্য ছিলেন।
এদিকে মৃত্যুর খবর শোনার পর শ্রমিক ইউনিনের সদস্যরা ও এলাকার শত শত লোকজন
হাসপাতালে ছুটে যান। তবে কি কারনে বা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি।

আরো দেখুনঃ