নড়াইল প্রতিনিধি
লোহাগড়ার পাংখারচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আলফু শেখের ছেলে দলিল লেখক সাহেব আলী ওরফেবরকত শেখ (৫৬) খুন হয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার খবর শুনে প্রতিপক্ষ গ্রুপের কেরামত মোল্যা ওরফে কুমি (৭০) হার্টএটাকে সন্ধ্যা ৬টার দিকে মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে একটি জমির মালিকানা নিয়ে বরকত শেখের সাথে ও প্রতিপক্ষ মোঃ রকি মিয়ার বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে পাংখারচর চৌরাস্তা বাজারে একটি সালিশ বসলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কেরামতের মোল্যার ছেলে রকি মোল্যা ও নেপালের নেতৃত্বে তাদের দলবল নিয়ে বরকত শেখকে দেশী অস্ত্র নিয়ে মাথায় আঘাত করলে বরকত গুরুতর আহত হন। পরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। এদিকে মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষ রকির বাবা কেরামত হার্টএটাক করলে সন্ধ্যায় মারা যান।
লোহাগড়া থানার ওসি মো: নাসির উদ্দিন বলেন, এ ঘটনার পর হত্যাকান্ডে জড়িতরা পালিয়ে গিয়েছে। পাংখারচর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com