নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যেগে নারী দিবস পালিত

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে নারী দিবস পালিত হয়েছে। ৯ মার্চ রোববার দুপুরে বিএনপি জেলা কার্যালয়ে জেলা মহিলা দলের সভাপতি শিরিনি জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য দেন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সালেহা বেগম, যুগ্ম সম্পাদিকা মধুতিা , থানা মহিলাদলের যুগ্মসম্পাদিকা লিটা খাতুন, পৌর মহিলা দলের যুগ্মসম্পাদিকা খালেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা সিকদার প্রমুখ। অনুষ্ঠানে মহিলা দলের নানা পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন ,নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তনদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী-সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।

আরো দেখুনঃ