নড়াইলে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস পালিত
নড়াইল প্রতিনিধি,

“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫
পালিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিবসটি পালিক হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরাফাত হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হেমায়েতুল হক হিমু সহ অনেকে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক, খোলোয়ারসহ ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।