নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি।।
“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে “জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩” শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর, নড়াইল এর যৌথ আয়োজনে সদর উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালী সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ,শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রানী সম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রানী সম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা,এইচ,এম, বদরুজ্জানের সভাপতিত্বে র‌্যালীসহ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবি,মৎস্য ব্যবসায়িসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক প্রচার-প্রচারণা, মোবাইল কোর্ট, মাছ চাষের ওপর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে মৎস্য বিভাগ।

আরো দেখুনঃ